বে ওয়ান প্রমোদতরীর ইঞ্জিনে আগুন

চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২২, ০০:২৮

বে ওয়ান প্রমোদতরীর ইঞ্জিনে আগুন

চট্টগ্রাম থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিলাসবহুল প্রমোদতরী বে ওয়ানের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন নেভানো সম্ভব হলেও এই ঘটনায় একটি ইঞ্জিন বিকল হয়ে জাহাজটি মাঝ সমুদ্রে অপেক্ষমান রয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১টার দিকে সমুদ্রের কুতুবদিয়ার কাছাকাছি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জাহাজে প্রায় চার শতাধিক যাত্রী রয়েছে। তবে সবাই সুস্থ এবং নিরাপদ আছেন।

জাহাজে থাকা সেন্টমার্টিনগামী যাত্রী মোহাম্মদ শরীফ রাত দেড়টার দিকে জানান, রাত ১০টার দিকে বে ওয়ান জাহাজটি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে চট্টগ্রামের পতেঙ্গা ১৫ নম্বর ঘাট থেকে ছেড়ে যায়। প্রায় দুই ঘন্টা চলার পর যাত্রীরা ধোঁয়ার গন্ধ পান। পরে যাত্রীরা জাহাজের ছাদে উঠে জাহাজ থেকে অনেক ধোঁয়া উঠতে দেখতে পান।

এই সময় জাহাজ কর্তৃপক্ষ জানায়, জাহাজের একটি ইঞ্জিনে সামান্য আগুন ধরেছিলো, এটি নেভানো হয়েছে। পরে যাত্রীদের সবাইকে লাইফ জ্যাকেট পরে থাকতে বলা হয়। এই সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top