লক্ষ্মীপুরে যুব ঐক্য পরিষদের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২২, ০৪:৫৩

লক্ষ্মীপুরে যুব ঐক্য পরিষদের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্বাধীনতার এত বছর পরও আমাদেরকে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কাজ করতে হয় যাহা অতান্ত দুঃখ জনক। যারা সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করতে চায়,আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই অসাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করবে। সাম্প্রদায়িকতার নামে যারা জমি দখল করে, অন্যায় অত্যচার নির্যাতন চালায়, তাদেরকে স্বাধীনতার স্বপক্ষের শক্তি প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ কঠোর জবাব দিবে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর যুব ঐক্য পরিষদের ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন। দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি পংকজ সাহা, প্রধান বক্তা যুব ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ব্যারিস্টার তাপস কান্তি বল। সকাল ১০ টায় স্থানীয় টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে

শিমুল সাহার সভাপতিত্বিবে এ্যাড. রবির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনীন্দ্র কুমার নাথ, রবার্ট নিক্সন, রাহুল বড়ুয়া, হিল্লোল সরকার, এ্যাড তাপস কুমার পাল, গৌতম মজুমদার, এ্যাড রতন লাল ভৌমিক, এ্যাড শৈবাল কান্তি সাহা, স্বপন দেবনাথ, ডা. আশফাকুর রহমান মামুন প্রমুখ।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top