সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস উল্টে ১৫ জন আহত
সিলেট থেকে | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২২, ০১:৫১
ভোরে সিলেট-সুনামগঞ্জ সড়কে দিরাইগামী নূর পরিবহন নামের একটি যাত্রীবাহী উল্টে গিয়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রবিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কৈতক ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ।
স্থানীয়রা ও পুলিশ জানায়, ঢাকা থেকে দিরাইগামী বাসটি (ঢাকা মেট্রো-ব-১১-৬৬৩৯) জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে এলাকায় প্রবেশকালে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপর উঠে গিয়ে উল্টে যায়।
খবর পেয়ে সড়কের জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে আসেন এবং উদ্ধার কাজে অংশ নেন।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।