খুলনার রহিমা শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
খুলনা থেকে | প্রকাশিত: ১ মার্চ ২০২২, ০৬:০৬
খুলনা শপিং কমপ্লেক্সের পাশে রহিমা কমপ্লেক্সের চতুর্থ তলার একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ব্যবসায়ীরা জানায়, খুলনা শপিং কমপ্লেক্সের পাশে রহিমা কমপ্লেক্সের চতুর্থ তলায় একটি অনলাইন ভিত্তিক পণ্য বেচাকেনার দোকান রয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে ওই দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে পাশের দোকানের এক কর্মচারী চিৎকার করে। ওই মার্কেটের কয়েকজন সদস্য মিলে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। তারা ওই দোকান ঘরের তালাও ভেঙে ফেলে। তাদের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
রহিমা কমপ্লেক্সের ব্যবসায়ী মো. গোলাম মহিউদ্দিন বলেন, ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে যায়। যে যার মতো পেরেছে আগুন নেভানোর চেষ্টা করেছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা যথা সময়ে না আসলে দুই মার্কেটের মালামাল পুড়ে ছাই হয়ে যেত।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: খুলনা শপিং কমপ্লেক্সে আগুন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।