দৌলতদিয়ায় ৬ কি.মি. গাড়ির দীর্ঘ লাইন
দৌলতদিয়া থেকে | প্রকাশিত: ৩ মার্চ ২০২২, ০৪:৩৮
ফরিদপুরের সদরপুরে বিশ্ব জাকের মঞ্জিলে ৩ দিনব্যাপী ওরস মাহফিল শেষে দৌলতদিয়া ফেরিঘাটে যানবাহনের চাপ বুধবারও অব্যাহত রয়েছে। দৌলতদিয়া ঘাট এলাকায় গাড়ির লাইন জিরো পয়েন্ট থেকে ৬ কিলোমিটার দীর্ঘ হয়েছে।
বুধবার (২ মার্চ) সকাল থেকেই রাজধানীমুখী গাড়ির চাপ বাড়তে শুরু করে দৌলতদিয়া ফেরি ঘাটে। দীর্ঘ সময় ফেরির অপেক্ষায় বসে আছে যাত্রীবাহী বাস ও পণ্যবোঝাই ট্রাক।
ফরিদপুরের আটরশিতে বিশ্ব জাকের মঞ্জিলে শুরু হওয়া তিন দিনব্যাপী ওরস শেষ হয়েছে মঙ্গলবার (১ মার্চ) ভোরে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্তরা বাস, মাইক্রেবাসে করে সেখানে অংশ নেন। ওরস শেষ হওয়ায় তারা আবার একযোগে ফিরতে শুরু করেছেন।
পাশাপাশি পণ্যবাহী ট্রাকেরও চাপ রয়েছে। এসব কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটের দৌলতদিয়া ঘাটে বুধবার সকাল থেকে যানবাহনের লাইন বাড়তে থাকে।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।