চট্টগ্রামের বাকলিয়ায় বসতঘরে অগ্নিকাণ্ড
চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ৬ মার্চ ২০২২, ০০:৪৭
চট্টগ্রামের বাকলিয়া ও মিরসরাইয়ে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বস্তিঘর ও দোকান পুড়ে গেছে।
শনিবার (৫ মার্চ) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শনিবার সকালে চট্টগ্রামের লামারবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান বলেন, বাকলিয়ার থানার জামাই বাজারের প্রেম কলোনীর বস্তিঘরে শনিবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন, চন্দনপুরা ও লামারবাজার ইউনিট গিয়ে ঘটনাস্থলে কাজ করে। ফায়ার সার্ভিসের তিনটি স্টেশন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভোর ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৭টি লেনের ৭৩টি কক্ষ পুড়ে গেছে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, বিদ্যুৎতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনাটি ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: চট্টগ্রাম অগ্নিকাণ্ড
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।