নীলফামারীতে রাস্তা নির্মাণ নিয়ে অনিশ্চয়তা, দুর্ভোগ

নীলফামারী থেকে | প্রকাশিত: ৭ মার্চ ২০২২, ০১:৫২

নীলফামারীতে রাস্তা নির্মাণ নিয়ে অনিশ্চয়তা, দুর্ভোগ

নীলফামারীর কিশোরগঞ্জ গাড়াগ্রাম ইউনিয়নে একটি রাস্তার কাজ সম্পন্ন করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও উপজেলা প্রকৌশল দপ্তরের ভুল বোঝাবোঝির কারণে রাস্তার কাজ সাময়িক বন্ধ রয়েছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

উপজেলা প্রকৌশল দপ্তর জানায়, পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১২০০ মিটার ওই সড়ক নির্মাণের জন্য দরপত্র আহবান করা হয়। রুবি এন্টারপ্রাইজ নামে নীলফামারীর ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি পায়। গেল বছর ২৫ নভেম্বর সড়কটির নির্মাণ কাজের উদ্ধোধন করেন নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল। কিন্তু সড়কটি নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

জানতে চাইলে ঠিকাদার মাহবুল ইসলাম বলেন, সড়কটির বেড কাটিং করার পর সড়কে বালু ফেলে তা মজবুতিকরন করা হয়েছে। কিন্তু উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান সড়কটির মজবুতিকরন সঠিক হয়নি মর্মে কাজ বন্ধ করে দিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান জানান, ঠিকাদারকে কাজ বন্ধ করার জন্য লিখিতভাবে কিছু বলা হয়নি। ঠিকাদার নিজের স্বার্থে কাজ বন্ধ রেখেছে। সড়ক নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে কাজ বন্ধের নির্দেশনা দেয়ার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top