বান্দরবানে সাঙ্গু নদীর তীরে ৪ জনের লাশ উদ্ধার
বান্দরবান থেকে | প্রকাশিত: ৭ মার্চ ২০২২, ০২:০১
বান্দরবানের রুমার পাইন্দুতে শনিবার (৫মার্চ) রাতে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। রবিবার (৬ মার্চ) সকাল ১১টায় রোয়াংছড়ির মংবাতং এলাকার সাঙ্গু নদীর তীরে চার জনের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে।
রবিবার (৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রোয়াংছড়ির তালুকদার পাড়ার কাছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস মূল দলের নেতা অনুমংকে হত্যা করে লাশ নিয়ে যায় আরেক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। এ ঘটনায় জেএসএস মূল দলের সন্ত্রাসীরা পরবর্তীতে শনিবার রাতে রুমার পাইন্দু এলাকায় অপর গ্রুপের ওপর হামলা চালিয়ে তাদের লাশ নৌকায় করে এনে রোয়াংছড়ির মংবাতং পাড়ার নদীর পাড়ে ফেলে যায়।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: বান্দরবান সাঙ্গু নদী লাশ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।