ঘোড়াঘাটে বালাই নাশক ব্যবহারে কৃষকদের নিয়ে মতবিনিময় সভা

ঘোড়াঘাট থেকে | প্রকাশিত: ৭ মার্চ ২০২২, ০৪:৪১

ঘোড়াঘাটে বালাই নাশক ব্যবহারে কৃষকদের নিয়ে মতবিনিময় সভা

দিনাজপুরের ঘোড়াঘাটে নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য সুরক্ষায় মান সম্পন্ন বালাই নাশকের সঠিক ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে উপজেলার সকল বালাই নাশক ডিলারের সঙ্গে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘোড়াঘাট এর আয়োজনে এ মতবিনমিয় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এখলাছ হোসেন সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাফিউল আলম, মতবিনিময় সভায় বালাই নাশক ব্যবহারে টেকনোলোজির উপরে বক্তব্য রাখেন অতিরিক্তি উপ পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মাহাবুব রশিদ, খামারবাড়ী, দিনাজপুর। অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ রুহুল আমিন। মতবিনিময় সভায় বালাই নাশক কোম্পানীর প্রতিনিধি সহ উপজেলার ১২০ জন পাইকারী ও খুচরা ডিলার অংশগ্রহণ করেন।

এনএফ৭১/এমএ/২০২২

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top