পাবিপ্রবির উপার্চাযের মেয়াদের শেষ দিনে শিক্ষার্থীদের ঝাঁড়ু মিছিল

পাবনা থেকে | প্রকাশিত: ৭ মার্চ ২০২২, ০৫:৩৮

পাবিপ্রবির উপার্চাযের মেয়াদের শেষ দিনে শিক্ষার্থীদের ঝাঁড়ু মিছিল

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদের শেষ দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নানা অনিয়মের অভিযোগে ঝাঁড়ু মিছিল করেছে শিক্ষার্থীরা।

রবিবার (৬ মার্চ) দুপুরে শিক্ষার্থীদের একটি অংশ বিশ্ববিদ্যালয়ে বৈধ নিয়োগ বাতিল, উপাচার্য ড.রোস্তম আলীর অনিয়ম দুর্নীতির তদন্তসহ সেশনজটমুক্ত ক্যাম্পাসের দাবিতে ঝঁড়ু মিছিল বের করে।

মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্বর ঘুরে পথ সমাবেশে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন গত চার বছরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছেন। উপাচার্য নিজে নিয়োগ বোর্ডের সভাপতি হয়ে সম্পূর্ণ অন্যায় ও অবৈধভাবে নিজের ভাতিজিসহ কয়েকজন আত্মীয়কে নিয়োগ দিয়েছেন। এসব অবৈধ নিয়োগ বাতিলসহ গণ-নিয়োগ বন্ধের দাবি জানান শিক্ষার্থীরা।

একই সাথে উন্নয়ন প্রকল্পের কমিশন, ভুয়া ভাউ-চার কের টাকা লোপাটসহ উপাচার্যের নানা অপকর্মের অভিযোগ এনে তা তদন্তে দাবি করেন শিক্ষার্থীরা। সেই সাথে সেশনজটমুক্ত ক্যাম্পাসের দাবি করেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ২০১৮ সালের মার্চ মাসের প্রথম দিকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. এম রোস্তম আলী। তার আগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর আগের উপাচার্য প্রফেসর ড. আল নকীব চৌধুরীর মেয়াদ শেষে হলে তিনি নিজ কর্মস্থল বুয়েটে চলে যান।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top