পার্বতীপুরে সেতু ও কালভার্ট নির্মাণ কাজের লটারি

পার্বতীপুর থেকে | প্রকাশিত: ৭ মার্চ ২০২২, ০৬:১০

পার্বতীপুরে সেতু ও কালভার্ট নির্মাণ কাজের লটারি

দিনাজপুরের পার্বতীপুরে চলতি ২০২১-২০২২ অর্থবছরে গ্রামীণ অবকাঠানো উন্নয়নে সেতু/কালভার্ট নির্মাণ কাজ বণ্টনে সংশ্লিষ্ট ঠিকাদারদের মধ্যে লটারি সম্পন্ন হয়েছে।

রবিবার (৬ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সেতু/কালভার্ট লটারি উপজেলার হলরুমে অনুষ্ঠিত হয়।

টেন্ডার কার্যক্রম কাজের উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন, রুকশানা বারী রুকু ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী দুলাল কুমার কুন্ডুসহ সংশ্লিষ্ট ঠিকাদারবৃন্দ। লটারিতে দুইটি প্রতিষ্ঠান দিনাজপুরের বিরলের মেসার্স কল্পনা ট্রেডার্স ও দিনাজপুর সদরের চাউলিয়া পট্টির মেসার্স আলী টিম্বার বিজয়ী হয়েছে।

উল্লেখ্য, উপজেলার রামপুর ইউনিয়নের সিঙ্গিমারী নদীর উপর লক্ষ্মী সরকার বাজারের উত্তর পাশের হাইস্কুলের সামনের খালের উপর সেতু ও বেলাইচন্ডি ইউনিয়নের কুঠিপাড়া হতে গুড়াতিপাড়া যাওয়ার রাস্তায় করতোয়া নদীর উপর সেতু নির্মাণে ২টি প্যাকেজে ২টি প্রকল্পে এক কোটি ৪৪ লাখ ৯৫ হাজার ৩৪৪ টাকা ব্যয়ে গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত গার্ডার সেতু ও কালভার্ট নির্মাণ করা হবে। দুইটি প্যাকেজে দুইটি প্রকল্পের জন্য ৪৬২ জন ঠিকাদার টেন্ডারপত্র জমা দেন।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top