ফকিরহাটে ক্লিনিকে অভিযান, এক লক্ষ টাকা জরিমানা
ফকিরহাট থেকে | প্রকাশিত: ৮ মার্চ ২০২২, ০১:৪১
বাগেরহাটের ফকিরহাটে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, লাইসেন্স নবায়ন না থাকা, ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তিসহ বিভিন্ন অপরাধে আহম্মদ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিককে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৬ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার রুবাইয়া বিনতে কাশিম ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই জরিমানার আদেশ প্রদান করেন। সেই সাথে ক্লিনিকটিকে একমাসের মধ্যে লাইসেন্স নবায়নসহ সব ধরণের সংকট পূরণের নির্দেশ প্রদান করেন।
অভিযানকালে, ক্লিনিকটিতে সার্জিক্যাল যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার যথাযথ ব্যবস্থা না থাকা, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও নবায়ন না করা, আসন সংখ্যার অতিরিক্ত রোগী রাখা, নিয়মিত মেডিকেল অফিসার না থাকা, রেফ্রিজারেটরে মেয়াদোত্তীর্ণ বেশ কিছু ঔষধ সংরক্ষণের মত গুরুত্বর অসংগতি পাওয়া যায়।
অবহেলা, দায়িত্বহীনতা ও অসতর্কতা দ্বারা সেবাগ্রহীতাদের স্বাস্থ্য বা জীবনহানি ঘটানোর আশঙ্কা প্রতিরোধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় মালিকের পক্ষের অনুকূলে ক্লিনিকের ম্যানেজার শেখ আকরাম হোসেনকে এক লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার রুবাইয়া বিনতে কাশিম বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে ফকিরহাট উপজেলা সদরের আহম্মদ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান পরিচালনা ও জরিমানা হয়েছে।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।