• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বিজিবির অভিযানে নাফ নদীতে আইস জব্দ

কক্সবাজার থেকে | প্রকাশিত: ১০ মার্চ ২০২২, ২৩:৫৯

বিজিবির অভিযানে নাফ নদীতে আইস জব্দ

কক্সবাজারে টেকনাফের নাফ নদী দিয়ে হয়ে আসা মিয়ানমারের কাঠবোঝাই ট্রলার থেকে মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, বুধবার (৯ মার্চ) নাফ নদীতে নিয়মিত টহলের সময় মিয়ানমার থেকে আসা কাঠবোঝাই ট্রলারটি থামানো হয় শাহপরীর দ্বীপ জেটির বিপরীত দিকে। সেখানে তল্লাশিকালে মিলেছে এক কেজি আইস। যাচাই-বাচাই করে দেখা গেছে ট্রলারে আসা কাঠের কাগজপত্র নেই। পরে ছয়জনকে আটক করা হয়। যারা মিয়ানমারের নাগরিক।

শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার আরও জানান, জব্দকৃত কাঠ ও ট্রলারটি আইন অনুযায়ী টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে। এছাড়া ছয়জন আসামি (মিয়ানমার নাগরিক) ও জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসসহ নিয়মিত মামলার মাধ্যমে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top