পার্বতীপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আদিবাসীদের সংবর্ধনা
পার্বতীপুর থেকে | প্রকাশিত: ১১ মার্চ ২০২২, ০২:৫০
দিনাজপুরের পার্বতীপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল কে সংবর্ধনা দেওয়া হয়েছে। আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে এ সংবর্ধনা প্রদান প্রদান করা হয়েছে।
বুধবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান শেষে সংগঠনের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক তাকে উত্তরীয় পরিয়ে দেন।
অনুষ্ঠানে পার্বতীপুর আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির চেয়ারম্যান বিমল মূর্মু, সাধারণ সম্পাদক এফ্রাইম টুডু, বাংলাদেশ উরাঁও স্টুডেন্ট এসোসিয়েশনের (বসা) সাবেক আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক বিজয় উরাঁও সহ সংগঠনের অর্ধশত নারী-পুরুষ সদস্য উপস্থিত ছিলেন। সংগঠনের চেয়ারম্যান বিমল মূর্মু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন পার্বতীপুরে আদিবাসী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে পূর্ব থেকেই বিশেষ অবদান রেখে চলেছেন। আগামীতেও সহযোগীতার এ কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: পার্বতীপুর আদিবাসী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।