পাগলা মসজিদের সিন্ধুকে মিললো ১৫ বস্তা টাকা!
কিশোরগঞ্জ থেকে | প্রকাশিত: ১৩ মার্চ ২০২২, ০৫:৫৮
৪ মাস ৬ দিন পর কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স খোলা হয়েছে। সেখানে মোট ৮টি দানবাক্স খুলে পাওয়া গেছে ১৫ বস্তা টাকা, বিভিন্ন স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা।
শনিবার (১২ মার্চ) সকাল ১০টায় মসজিদ কমিটি ও প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে বাক্সগুলো খোলা হয়। বস্তা থেকে টাকা বের করে মসজিদের দোতলায় ঢেলে চলে গণনার কাজ। পাগলা মসজিদের নিজস্ব মাদ্রাসার দেড় শতাধিক শিক্ষার্থী ও রুপালী ব্যাংকের কর্মকর্তারা কঠোর নিরাপত্তার মধ্যে টাকা গণনা করেন।
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম জানান, টাকা গণণা শেষ হতে বিকেল বা সন্ধ্যা হয়ে যেতে পারে। সাধারণত তিন মাস পরপর বাক্স খোলা হলেও করোনার সময় একটু সময়ের ব্যবধান বাড়ানো হয়েছে। এবার চার মাস ২৬ দিন পর বাক্স খোলা হচ্ছে।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: পাগলা মসজিদ কিশোরগঞ্জ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।