নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত, আহত ১

নীলফামারী থেকে | প্রকাশিত: ১৩ মার্চ ২০২২, ২৩:৫২

নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত, আহত ১

নীলফামারীর উত্তরা ইপিজেডের দুই শ্রমিক মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। রবিবার (১৩ মার্চ) সকালে কাজীরহাট বাজারে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্বপন কুমার (২৮) ও তার স্ত্রী সুমি রানী (২৩)। তাদের বাড়ি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বড়দহ গ্রামের কবিরাজ পাড়ায়। নিহত স্বপন ওই গ্রামের গেরেন চন্দ্র রায়ের ছেলে। তারা উত্তরা ইপিজেডের সনিক কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, তিন শ্রমিক মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ফ্যাক্টরিতে যাচ্ছিলেন। কাজীরহাট বাজারে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন। আহত হন সতিশ চন্দ্র (৩০) নামের আরেক ইপিজেড শ্রমিক।

নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ-উন-নবী জানান, মরদেহ দুটি থানায় নেয়ার পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দূর্ঘটনার পর ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top