ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ
ঠাকুরগাঁও থেকে | প্রকাশিত: ১৪ মার্চ ২০২২, ০৪:৪১
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত শিক্ষক তৌহিদুল ইসলামকে সাত দিনেও গ্রেপ্তার করা হয়নি। ফলে পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারে গড়িমসির অভিযোগ এনে এবার সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
রবিবার (১৩ মার্চ) দুপুর ১২টায় উপজেলার বন্দরে সম্মিলিত ছাত্রজোট ও সম্মিলিত অভিভাবক মহলের ব্যানারে ঘণ্টাব্যাপী আন্দোলন করেন তারা। এসময় সড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, ঘটনার পর থেকে ধর্ষণে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে রাজপথে আন্দোলন করছি আমরা। মামলার এত দিনেও কেন ওই শিক্ষককে গ্রেপ্তার করতে ব্যর্থ, তা স্পষ্ট করতে পারেনি পুলিশ। আমরা এর জবাব চাই। তা না হলে কঠিন আন্দোলন করা হবে। যতক্ষণ পর্যন্ত ওই শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে না পঠানো হবে এবং ন্যায় বিচার করা হবে আমাদের আন্দোলন চলবে। এসময় আরও ৬ ঘণ্টা পুলিশকে সময় দেন আন্দোলনকারীরা৷
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।