লক্ষ্মীপুরে জনগণের মুখোমুখি কর্মকর্তারা
লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ১৪ মার্চ ২০২২, ০৫:১৬
"জন প্রতিষ্ঠানে সুশাসন-সেবা পাবে বঞ্চিতজন" এই শ্লোগান নিয়ে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হলও জবাবদিহি মূলক "গন - শুনানী" সভা।
রবিবার (১৩ মার্চ) বেলা ১২ টায় মানুষের জন্য ফাউন্ডেশন ও এনআরডিএস এর আয়োজনে শাকচর ইউনিয়ন পরিষদ প্রঙ্গনে এই গন- শুনানী অনুষ্ঠিত হয়।
গন- শুনানীতে প্রান্তিক জনগণ তাদের প্রাণী সম্পদ বিষয়ে ও মাতৃত্ব কালীন সময়ের বিভিন্ন প্রশ্ন করেন। এসময় সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জোব্বায়ের হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের মনোয়ারা বেগম ও শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাফুজুর রহমান জনগণের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন। এসময় উপস্থিত ছিলেন এনআরডিসি'র জেলা মনিটরিং কর্মকর্তা, নুরে আলম সিদ্দিকী, প্রকল্প কর্মকর্তা, আরজু রহমান।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: লক্ষ্মীপুর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।