যোগ্যতার ভিত্তিতে প্রত্যেক শিক্ষককেই এমপিও ভূক্তির আওতায় আনা হবে- শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি
পার্বতীপুর থেকে | প্রকাশিত: ১৬ মার্চ ২০২২, ১০:২৫
শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, যোগ্যতার ভিত্তিতে প্রত্যেক শিক্ষককেই এমপিও ভূক্তির আওতায় আনার পাশাপাশি প্রতিটি মাদরাসায় দ্বীনি শিক্ষার সাথে কর্মমূখী শিক্ষা ব্যবস্থা চালু করা হবে।
সোমবার (১৪ মার্চ) রাতে দিনাজপুরের পার্বতীপুরে ভাবানীপুর ইসলামিয়া কামিল মাদরাসা প্রাঙ্গনে “যোগ্য আলিম ও দক্ষ মানব সম্পদ তৈরীতে মাদ্রাসার শিক্ষকদের ভুমিকা” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বক্কর সিদ্দিক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব কামাল হোসেন, ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ, ভবাবনীপুর ইসলঅমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হাসান মাসুদ সহ অনেকে উপস্থিত ছিলেন। এসময় রংপুর, বগুড়া, নওগাঁ ও জয়পুরহাট জেলার সকল ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ ছিলেন।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।