স্বাস্থ্যে শৃঙ্খলা ফেরাতে মতবিনিময় সভা
বাগেরহাট থেকে | প্রকাশিত: ১৬ মার্চ ২০২২, ১০:৩০
বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলার স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০ টায় হাসপাতালের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসী এবং ওষুধ কোম্পানীর রিপ্রেজেনটেটিভদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার এ সময় বেশ কয়েকটি নির্দেশনা প্রদান করেন। এসব নির্দেশনার মধ্যে মেডিকেল রিপ্রেজেনটেটিভ কর্তৃক সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগিদের ব্যবস্থাপত্রের ছবি না তোলা, হাসপাতাল সীমানায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দালাল প্রবেশ নিষিদ্ধ, নিবন্ধন ও ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি বন্ধ এবং হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসা কালীল সময়ে মেডিকেল রিপ্রেজেনটেটিভদের চিকিৎসক সাক্ষাৎকার বন্ধ ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ শুধুমাত্র রবি ও মঙ্গলবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত হাসপাতালে প্রবেশ করতে পারবেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রাম কৃষ্ণ দাস, সার্জারী বিশেষজ্ঞ ডা. পলাশ কুমার দে সহ ফকিরহাট উপজেলার স্বাস্থ্য সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।