সিরাজগঞ্জে ৪টি দোকানে অগ্নিকাণ্ড, মালামাল পুড়ে ছাই
সিরাজগঞ্জ থেকে | প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ০৩:৪৪
সিরাজগঞ্জের রায়গঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে অগ্নিকাণ্ডের হাত থেকে প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করেছে।
বুধবার (১৬ মার্চ) ভোরে উপজেলার চান্দাইকোনা পাবনা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ পলাশ বীজ ভাণ্ডারের স্বত্তাধিকারী পলাশ চন্দ্র জানান, বেকারীর দোকান থেকে বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে তার নিজ দোকান পলাশ বীজ ভাণ্ডার, দুলাল হাওয়ালদারের বেকারীর দোকান, ইমন শেখের সার কীটনাশকের দোকান, কেদার ধরের বেকারীর দোকানসহ ৪টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ব্যবসায়ীদের অভিযোগ, আগুনে অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বিলম্বে আসায় ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে এমন অভিযোগ স্থানীয়দের।
এদিকে, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল জানান, সকালেই উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেছেন এবং আমিও ঘটনাস্থল সরেজমিন দেখার জন্য যাচ্ছি। সেই সাথে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: সিরাজগঞ্জ অগ্নিকাণ্ড
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।