হিলিতে কৃষক গ্রুপ মোটিভেশন প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর থেকে | প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ১১:১৪

হিলিতে কৃষক গ্রুপ মোটিভেশন প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০২১-২০২২ অর্থবছরে রংপুর বিভাগের কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় দিনাজপুরের হিলিতে কৃষক গ্রুপ মোটিভেশন প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ মার্চ) বিকেলে হাকিমপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মংলাপাড়া গ্রামের কৃষক গ্রুপ সমিতির সভাপতি মামুনুর রশিদ মন্টুর সভাপতিত্বে কৃষক গ্রুপ মোটিভেশন প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা কৃষি অফিসার ড.মমতাজ সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আরজেনা বেগম।

বক্তারা কৃষকদের আধিক ফসল উৎপাদনে সহযোগিতা এবং যান্ত্রিক কৃষি উপকরণ ব্যবহারের কথা বলেন।

উক্ত অনুষ্ঠানে সাংবাদিক তাছির উদ্দিন বাপ্পী স্থানীয় গন্যমান্য ব্যক্তি সহ অনেকে উপস্থিত ছিলেন। কৃষক গ্রুপ সমিতির ৩০ জন সদস্য অংশ গ্রহন করেন।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top