• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পাইল শিট পড়ে পথচারী নিহত

চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ১৮ মার্চ ২০২২, ২০:১৯

জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পাইল শিট পড়ে পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর পুরাতন চান্দগাঁও থানা সংলগ্ন পাটানিয়াগোদা এলাকায় জলাবদ্ধতা প্রকল্পের কাজ করার সময় এক্সেভেটর থেকে লোহার পাইলিং শিট খুলে পড়ে এক পথচারী নিহত হয়েছেন।

এ ঘটনায় এক্সেভেটর চালকের এক সহকারী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মজিবুর রহমান (৫০) নামে পথচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মজিবুর রহমান চান্দগাঁও থানার সানোয়ারা আবাসিক এলাকায় বসবাস করতেন। আর আহত ব্যক্তির নাম নুর মুহাম্মদ (৫৫)।

জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নকারী সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেডের লেফটেন্যান্ট কর্নেল ও প্রকল্প পরিচালক মো. শাহ আলী বলেন, রাতে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছিল। এ সময় এক্সেভেটর থেকে একটি লোহার পাইল খোলে পড়ে যায়। এতে একজন পথচারী ও এক্সেভেটর চালকের সহকারী অপারেটর আহত হন। দুইজনকে উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে পথচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর এক্সেভেটরের চালকের সহকারী এখনও হাসপাতালে ভর্তি আছেন।

তিনি আরও বলেন, এক্সেভেটরে লোহার পাইলগুলো প্রথমে ডব্লিউওয়ার দিয়ে আটকানো হয়। তারপর এগুলোকে ড্রিপ করে ড্রাইভ করা হয়। ডব্লিউওয়ার ছুটে বা পড়ে গিয়ে পাইলটি খুলে পড়ে যায় বলে জানতে পেরেছি।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top