হাকিমপুরে টিসিবি পণ্য বিক্রয় উদ্বোধন

হাকিমপুর থেকে | প্রকাশিত: ২১ মার্চ ২০২২, ০৪:৩৪

হাকিমপুরে টিসিবি পণ্য বিক্রয় উদ্বোধন

পবিত্র মাহে রমজান সামনে রেখে হাকিমপুর পৌরসভার নিন্ম আয়ের মানুষের মঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয় উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২০ মার্চ) সকালে ১১ টায় হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ হিলি মাইক্রো টারমিনালে টিসিবি পণ্য বিক্রয় উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার নুর এ আলম ও মেয়র জামিল হোসেন চলন্ত উপস্থিত ছিলেন।

উপেজেলা নির্বাহী অফিসার নুর এ আলম জানান, হাকিমপুর উপজেলায় ১১,৭৬০ জনকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য দেওয়া হবে। আজ ২০ মার্চ রবিবার প্রথম দিনে হাকিমমপুর পৌর সভার ১, ২ ও ৬ নং ওয়ার্ডের মোট ৮৫২ জনকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য দেওয়া হচ্ছে। প্রথম ধাপে প্রত্যেক কার্ডধারী কে ২ কেজি মশুরের ডাল, ২ লিটার সোয়াবি তেল, এবং ২ কেজি চিনি দেওয়া হচ্ছে। প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬০ টাকা,এবং সয়াবিন তেল ১১০ টাকা দাম নির্ধারণে ক্রেতাদের কাছে বিক্রি হচ্ছে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top