নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ
নারায়ণগঞ্জ থেকে | প্রকাশিত: ২২ মার্চ ২০২২, ০৩:৫১
শীতলক্ষ্যায় কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবিতে হতাহতের ঘটনায় পর নিরপত্তার জন্য নারায়ণগঞ্জ- মুন্সীগঞ্জ নৌ রুটে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এদিকে এই নির্দেশনার পর দুপুর ১২ টায় বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি সংবাদ সম্মেলন ডেকেছে ৷
সোমবার (২১ মার্চ) সকাল থেকে এ রুটে যাত্রীবাহি নৌযান চলাচল বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল।
তিনি জানান, নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ রুটে নৌ দুর্ঘটনা এড়াতে ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে ৷
রবিবার (২০ মার্চ) দুপুর ২টা ১০ মিনিটে শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী কার্গো জাহাজ ‘এম ভি রূপসী-৯’-এর ধাক্কায় নারায়ণগঞ্জের আল-আমিন নগর এলাকার শীতলক্ষ্যা নদীতে শতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে যায়। এ ঘটনায় সে সময় লঞ্চটির অনেক যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ১৫ জন যাত্রী নিখোঁজ হয় বলে আশঙ্কা করা হচ্ছিল। পরে দুপুর থেকে রাত পার্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে ৬ জনের লাশ উদ্ধার করে উদ্ধার কর্মীরা। সোমবার ভোর ৫টার দিকে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসা হয়। পরে সকাল ১০টার দিকে শীতলক্ষা নদীর মোহনা থেকে আরো এক পুরুষের লাশ উদ্ধার করা হয়। এই নিয়ে ওই ঘটনায় ৭ জনের লাশ উদ্ধার হয়েছে ৷ নৌ পুলিশের তালিকা অনুযায়ী এখনো আরো ৪ জন নিখোঁজ রয়েছে।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: নারায়ণগঞ্জ লঞ্চ চলাচল বন্ধ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।