হিলিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

হিলি থেকে | প্রকাশিত: ২৫ মার্চ ২০২২, ০২:৩৫

হিলিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

দিনাজপুরের হিলিতে বেকার যুবক-যুবতীদের ইন্টারনেট ভিত্তিক আয়-বর্ধক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে হাকিমপুর উপজেলা পরিষদ হলরুমে এসব বিতরণ করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম ও হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প,স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির সহায়তায় ১৫ দিনের প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ১ হাজার টাকা ও সনদ বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন,হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন,হাকিমপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাসার শামীম, উপজেলা আইসিটি অফিসার জান্নাতুল ফেরদৌস,প্রশিক্ষক সাদ্দাম হোসেন, সাংবাদিক জাহিদসহ আরো অনেকে।

প্রশিক্ষণে প্রথমস্থান অধিকারী মুজাহিদুল ইসলাম মীমকে পুরুষ্কার দেওয়া হয়। ৩২ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ শেষে সনদ দেওয়া হয়।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top