হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি থেকে | প্রকাশিত: ২৭ মার্চ ২০২২, ০০:১০

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। শনিবার (২৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন।

হিলি আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় শনিবার (২৬ মার্চ) সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। রবিবার সকাল থেকে ফের পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে।

হিলি ইমিগ্রেশনের সূত্রে জানা যায়, সরকারি ছুটি হলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত হতে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। প্রতি দিনের ন্যায় ভারত থেকে বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা দেশে প্রবেশ করছেন।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top