পার্বতীপুরে খনিজ সম্পদ যাচাই বাছাইয়ের ড্রিলিং উদ্বোধন

পার্বতীপুর থেকে | প্রকাশিত: ২৭ মার্চ ২০২২, ০০:৪১

পার্বতীপুরে খনিজ সম্পদ যাচাই বাছাইয়ের ড্রিলিং উদ্বোধন

দিনাজপুরের পার্বতীপুরে খনিজ সম্পদ যাচাই বাছাইয়ের জন্য ড্রিলিং কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) সকাল ১০টায় বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) ড্রিলিং কার্যক্রম (জিডিএইচ- ৭৭/২০২২) এর উদ্বোধন করা হয়েছে।

উপজেলার ৭নং মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের পরিচালক মোঃ আলী আকবার। এছাড়াও অন্যান্যেও মধ্যে উপ-পরিচালক মোঃ সোহেল রানা, খনন প্রকৌশলী মোঃ মহিরুল ইসলাম, উপ-পরিচালক আনিছুর রহমান, ডেপুটি ডাইরেক্টর ড্রিলিং ইঞ্জিনিয়ার মিনহাজুল ইসলাম (লিটন), কুতুবডাঙ্গা জামে মসজিদের ইমাম মোখলেছুর রহমান, ইউনিয়নের মহিলা সদস্য শাপলা খাতুন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, আজ উদ্বোধনী দিনে দুইশত ফুট ড্রিলিং করা হয়েছে। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ড্রিলিং কার্যক্রম বন্ধ থাকবে এবং ২৭ মার্চ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top