• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


অজ্ঞান পার্টির কবলে পড়ে একই পরিবারের ৪ জন ফকিরহাট হাসপাতালে

বাগেরহাট থেকে | প্রকাশিত: ২৬ মার্চ ২০২২, ২২:৪৬

অজ্ঞান পার্টির কবলে পড়ে একই পরিবারের ৪ জন ফকিরহাট হাসপাতালে

বাগেরহাটের ফকিরহাট আট্টাকী গ্রামে চেতনানাশক ঔষধ স্প্রে করে একই পরিবারের ৪ জনকে অচেতন করে চুরির ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতকারীরা। অচেতন অবস্থায় ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে ও স্থানীয়রা জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতের কোন এক সময় দুষ্কুতারীরা উপজেলার আট্টাকী গোডাউন মোড় এলাকার শেখ ওমর ফারুক এর ঘরের ভেতর চেতনানাশক ঔষধ স্প্রে করে সকলকে অচেতন করে। এরপর জানালার গ্রীল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতকারীরা নগদ টাকা, স্বর্ণালংকার সহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে পালিয়ে গেছে। তবে পরিবারের সদস্যরা অচেতন থাকায় ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ভুক্তভোগী পরিবারের স্বজনরা জানিয়েছে, ওমর ফারুকের পুত্র রাকিব হাসান ঢাকায় চাকুরীরত আছেন। এদিন অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে ঢাকা থেকে বাড়ীতে এসে ঘরের মধ্যে সকলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষনিক তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে যারা ভর্তি রয়েছে তাদের মধ্যে গৃহকর্তা শেখ ওমর ফারুক (৬৫) তার বৃদ্ধ মাতা রাবেয়া বেগম (৮৫), স্ত্রী মনিরা আক্তার (৫৫) এবং খালা মমতাজ বেগম (৭৫)।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলিমুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। পরিবারের সদস্যরা এখনো হাসপাতালে অচেতন অবস্থায় রয়েছে। তাদের জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top