হিলিতে আমদানি-রপ্তানি শুরু

হিলি থেকে | প্রকাশিত: ২৮ মার্চ ২০২২, ০২:০৭

হিলিতে আমদানি-রপ্তানি শুরু

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এর আগে শনিবার মহান স্বাধীনতা দিবস ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে দুদিন বন্দরের সকল কার্যক্রম বন্ধ ছিল। তবে ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সকল বিভাগ বন্ধ ছিল। এছাড়াও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের সকল কার্যক্রম বন্ধ ছিল।

এদিকে বন্দরের ওয়্যার হাউস সুপার রেজাউল হকের অসুস্থতা জনিত কারণে মৃত্যু হয়। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রবিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়। দুপুর ১২টার পর ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী একটি ট্রাক দেশে প্রবেশ করার মধ্যে দিয়ে দু-দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top