• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


হাসপাতালে তিন দিনের শিশু, সড়কে প্রাণ গেল পুলিশ বাবার

বাগেরহাট থেকে | প্রকাশিত: ২৮ মার্চ ২০২২, ০১:২৭

হাসপাতালে তিন দিনের শিশু, সড়কে প্রাণ গেল পুলিশ বাবার

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গার মোড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোঃ ইলিয়াস মোল্লা নামে এক পুলিশ সদস্যের। রবিবার (২৭ মার্চ) বেলা ১১টায় ঢাকা খুলনা মহাসড়কে কর্তব্যরত অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। ইলিয়াস তিন দিন আগে এক পুত্র সন্তানের বাবা হয়েছেন।

মাদ্রাসাঘাট হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোঃ ইলিয়াস হোসেন পালসার মটরসাইকেল যোগে ফলতিতা বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি দ্রুতগামী পরিবহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি।

ফকিরহাট মডেল থানা সূত্রে জানা যায়, মোঃ. ইলিয়াস মোল্লা ঝিনাইদাহ সদর উপজেলার কাশিরপুর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে। তার পুলিশ সদস্য নম্বর-৮২৫।

ইলিয়াস হোসেন গত বৃহস্পতিবার দিনগত রাতে এক পুত্র সন্তানের জনক হন। মা ও শিশু বর্তমানে ফকিরহাটের শিকদার ক্লিনিক এন্ড হাসপাতালে ভর্তি রয়েছে। তাঁর মৃত্যুতে হাসপাতালে এক হৃদয়বিদারক অবস্থার সৃষ্টি হয়। নিহতের স্ত্রী পলি খাতুন (২৫) অসুস্থ অবস্থায় বার বার মুর্চ্ছা (অজ্ঞান হয়ে) যাচ্ছিলেন। তিনি কান্না জড়িত কন্ঠে জানান, ইলিয়াস সকালে বলেছিলেন কাজ থেকে ফিরে ইসলামী বই দেখে ছেলের জন্য ভাল একটি নাম রাখবেন। কিন্তু সে আর ফিরলো না!

ফকিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, পুলিশ সদস্য ইলিয়াস থানা থেকে সমনের জারীকৃত নোটিশ পৌঁছে দিতে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা পরিবহন তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরিবহনটি শনাক্তে কাজ করছে পুলিশ। এছাড়া ইলিয়াসের মরদেহ বাগেরহাট সদর হাসপাতালে পোষ্ট মর্টেমের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটায় মৃত্যুর জন্য একটি মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top