রাজবাড়ীতে পাটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজবাড়ী থেকে | প্রকাশিত: ৩১ মার্চ ২০২২, ০২:৪২

রাজবাড়ীতে পাটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজবাড়ীতি আগুন লেগে পুড়ে গেছে পাটের চারটি গুদাম। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বুধবার (৩০ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে জেলার সদর উপজেলার খানখানাপুর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, খানখানাপুর বাজার ঐতিহ্যবাহী পাট কেনা-বেচার কেন্দ্র হিসেবে পরিচিত। কয়েকজন ব্যবসায়অ সম্প্রতি পাট কিনে গুদামে মজুদ করেছিলেন। সকালে পাট গুদামের পেছনের দিকে হঠ্যাৎ আগুন লাগে। পরে স্থানীয় লোকজন বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

খানখানাপুর বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. মামুনুর রহমান বলেন, ভয়াবহ এ আগুনে চারটি গুদামে রাখা প্রায় সাড়ে চার হাজার মণ পাট পুড়ে গেছে। এতে আনুমানিক ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top