হৃদয়ে সৈয়দপুরের মাদক ও বাল্যবিবাহ বিরোধী সেমিনার

নীলফামারী থেকে | প্রকাশিত: ৩১ মার্চ ২০২২, ১০:১৩

হৃদয়ে সৈয়দপুরের মাদক ও বাল্যবিবাহ বিরোধী সেমিনার

নীলফামারীর সৈয়দপুরে হৃদয়ে সৈয়দপুর নাসে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদক ও বাল্যবিবাহ বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ মার্চ) সকালে উপজেলার লক্ষণপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।

এ সময় ছাত্রছাত্রীরা মাদক ও বাল্যবিবাহকে লাল কার্ড দেখান এবং শপথ বাক্য পাঠ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। বিশেষ অতিথি ছিলেন বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার।

এতে বক্তব্য দেন, লক্ষণপুর স্কুল এ্যন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, হৃদয়ে সৈয়দপুর সংগঠনের প্রতিষ্ঠাতা সোহেল রানা, সভাপতি আকাশ সরদার, সাধারণ সম্পাদক মোম. রুবেল প্রমূখ।

আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক আছিয়া আক্তার নিশি, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম সোহাগ, ক্রীড়া সম্পাদক শাহরোজ চান রাব্বি, পৌর সদস্য সচিব মার্জিয়া রাইদা।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top