ফকিরহাটে সমাজসেবার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
ফকিরহাট থেকে | প্রকাশিত: ১ এপ্রিল ২০২২, ০৪:২৯
বাগেরহাটের ফকিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে মোবাইল সার্ভিসিং, ড্রাইভিং, টিভি-ফ্রিজ মেরামত এবং দর্জি বিজ্ঞান ও এমব্রয়ডারি প্রশিক্ষণ শীর্ষক প্রকল্পের অধীনে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
হিউম্যানি কনসানর্ড ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, হিউম্যানি কনসানর্ড এর চেয়ারম্যান শেখ মুন্নি, কো-চেয়ারম্যান ড্যানি সিডাক।
অনুষ্ঠানে কোর্স সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুর আলী। প্রশিক্ষণে ৪০জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: ফকিরহাট প্রশিক্ষণ কোর্স
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।