সৈয়দপুরে নবীন চিকিৎসকদের সংবর্ধনা
নীলফামারী থেকে | প্রকাশিত: ২ এপ্রিল ২০২২, ০৩:১২
নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সংগঠনের উদ্যোগে নতুন চিকিৎসকদের সংবর্ধনা ও সায়েন্টিফিক সেমিনারের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে শহরের আদিবা কনভেনশন হলে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি ডা. শেখ নজরুল ইসলাম। সংগঠনের সৈয়দপুর শাখার সভাপতি ডা. মো. মাহবুবুল হক দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে সায়েন্টিফিক সেমিনারের মুখ্য আলোচক ছিলেন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবু জাহিদ বসুনিয়া।
এতে বক্তব্য দেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সহ সভাপতি ডা. এ কে এম খায়রুল বাশার মানিক, সাধারন সম্পাদক ডা. মো. আনিছুল হক। এ সময় নবীন চিকিৎসকদের মধ্যে বক্তব্য দেন ডা. নাজমুল হুদা, ডা. নাজমুন নাহার স্বর্ণা ও ডা. মেহেজাবিন মজিদ প্রমুখ। পরে যোগদানকৃত চিকিৎসকদের মাঝে ফুল ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি বলেন, এ পেশা হচ্ছে একটি মানব সেবামূলক বিষয়। এলাকার রোগীদের যাতে সঠিকভাবে চিকিৎসাসেবা নিশ্চিত করা যায় এ জন্য জন্য নিষ্ঠার সাথে দায়িত্ব নিয়ে সেবা প্রদাণ করতে হবে। এই সেবার মাধ্যমে জনগণের খুব কাছাকাছি যাওয়া যায় এবং নিজের যোগ্যতা প্রমাণ করা যায়। তাই নতুনদের সঠিকভাবে নিজের দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।
চিকিৎসকদের স্বাস্থ্য ব্যবস্থায় স্বাধীনতা নেই উল্লেখ করে বক্তারা বলেন, চিকিৎসকরা চিকিৎসা সেবায় নিবেদিত। চিকিৎসকদের উপর কোন অন্যায় আচরণ সহ্য করা হবে না। চিকিৎসকদের কাজে কোন অবহেলা থাকলে আইনের আশ্রয় নিবেন। শক্তি প্রয়োগ করে চিকিৎসক ও প্রতিষ্ঠানের উপর হামলা করা যাবে না। জরুরী বিভাগেও চিকিৎসা দিতে গিয়ে অনেক সময় রোগীদের স্বজনদের কাছে রোষানলের শিকার হতে হয়। তাই চিকিৎসক সুরক্ষা নিশ্চিত করণে আইন করতে হবে। যাতে করে চিকিৎসকরা নির্বিঘ্নে চিকিৎসা সেবা দিতে পারেন। সবশেষে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। পুরো অনুষ্ঠানটি সঞ্চালয়নে ছিলেন ডা. মো. রাইসুল কবির।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: নীলফামারী চিকিৎসকদের সংবর্ধনা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।