হিলিতে স্কাউটস দিবস পালিত

হিলি থেকে | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২২, ০৭:৩৭

হিলিতে স্কাউটস দিবস পালিত

প্রত্যেকে আমরা পরের তরে এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে স্কাউট দিবস পালন করা হয়। শুক্রবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি র‍্যালী বাহির করা হয় । র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবার বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়।

র‍্যালী শেষে হল রুমে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার নুর এ আলম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনউর রশিদ হারুন, বিশেষ অতিথি ছিলেন মেয়র জামিল হোসেন চলন্ত।

বক্তব্য রাখন প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, গোহাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, বাংলাদেশ স্কাউট কমিশনার আনোয়ারুল হক, উপজেলা কাপ স্কাউট লিডার মাহিদুল ইসলাম, উপজেলা স্কাউটসের সাধারন সম্পাদক কাউসার আলী, ওভার স্কাউটস লিডার রুহুল আমিন ।

আলোচনা শেষে স্কাউট সদস্য ও অতিথিদের মাঝে মাক্স বিতরণ করা হয় এবং ৫০ জন দু:স্থ অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, তেল বিরতন করেন।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top