আউশ চাষীদের মাঝে সার-বীজ বিতরণ
দিনাজপুর থেকে | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২, ১০:২৪
২০২১-২২ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ প্রনোদনা কর্মসূচির আওতায় দিনাজপুরের হিলি-হাকিমপুর পৌরসভা এলাকা ও ৩ টি ইউনিয়নের ২২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসানিয়ক সার,ভ্যানগাড়ী,বীজ রাখার পাত্র,ললিত পাম্প,ঘাঘরী বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) বিকেলে হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষন হলরুমে উপজেলা কৃষি অফিসার ড.মমতাজ সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর অঞ্চল অতিরিক্ত পরিচালক কৃষিবিদ প্রদীপ কুমার গুহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন,জেলা প্রশিক্ষক অফিসার কৃষিবিদ এস এম আবু বকর সাইফুল ইসলাম,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আরজেনা বেগম।
২২০ জন কৃষককে ৫ কেজি বীজ,২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার এবং ৩০ জন কৃষকের মাঝে ভ্যানগাড়ী,বীজ রাখার পাত্র,ললিত পাম্প,ঘাঘরী বিতরণ করা হয়েছে।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।