নববর্ষের ছুটিতে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
দিনাজপুর থেকে | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২২, ১০:২৩
বাঙালির বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ) উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে দুই দেশের মাঝে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। সেই সাথে বন্দরে অভ্যন্তরে বন্ধ রয়েছে পণ্য লোড-আনলোডের কার্যক্রম। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল থেকেই দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য রপ্তানি বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, বাঙালির বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ) উপলক্ষে দেশে সরকারি ছুটি থাকায় দুই দেশের ব্যবাসয়ীদের সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার সকাল থেকে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। টানা দুই দিন বন্ধ শেষে আগামী শনিবার (১৬ এপ্রিল) আবারো এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হবে।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।