৮০ হাজার ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২, ০৪:২৫
কক্সবাজারের টেকনাফে নদী থেকে ৮০ হাজার ইয়াবাসহ কামাল নামে এক মিয়ানমারের নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (১৫ এপ্রিল) দিনগত রাতে নাফনদীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, মিয়ানমার থেকে মাদকের একটি চালান বাংলাদেশে পাচারের খবরে বিজিবির পৃথক দুটি টহল দল নাফনদীস্থ জালিয়ার দ্বীপে কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর একটি প্লাস্টিকের বস্তাসহ দুই ব্যক্তিকে নাফনদী সাঁতরে আসতে দেখে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করেন। একজন মিয়ানমার সীমান্তে পালিয়ে গেলেও কামালকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা বস্তা তল্লাশি করে ২ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
বিজিবির এ অধিনায়ক আরও বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক বহন, পাচার ও অবৈধ অনুপ্রবেশের দায়ে পৃথক আইনে মামলা হয়। পরে মাদকের চালানসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।