বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ফকিরহাটে ইয়াবা সেবনকারিকে কারাদন্ড

বাগেরহাট থেকে | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২, ১১:০৯

ফকিরহাটে ইয়াবা সেবনকারিকে কারাদন্ড

বাগেরহাটের ফকিরহাটে লখপুর এলাকায় মো. মাসুম হাওলাদার (৩৮) নামের এক ইয়াবা ট্যাবলেট সেবনকারীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে গোপনে সংবাদ পেয়ে খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ গোয়েন্দা শাখার একটি দল লখপুর এলাকায় অভিযান চালিয়ে ৪পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাসুম হাওলাদারকে আটক করে। আটককৃত ইয়াবা সেবনকারি রূপসার বাগমারা গ্রামের মৃত মো.হানিফ হাওলাদারের ছেলে।

পরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিষ্ট্রেট সানজিদা বেগম আটককৃতকে এই সাজা প্রদান করেন। এসময় খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মোসা. রাজিয়া খাতুনসহ সংগীয় ফোস উপস্থিত ছিলেন।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top