মোবাইল চুরির অপবাদে দুই কিশোরকে নির্যাতন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ১০:১১
পটুয়াখালীর কলাপাড়ায় মোবাইল চুরির অপবাদে দুই কিশোরকে নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া আবাসনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এক কিশোরের ফুফু মাকসুদা বেগম কলাপাড়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই দুই কিশোর পায়রা বন্দরের নির্মাণাধীন আবাসনের ১২ নম্বর প্যাকেজে শ্রমিকের কাজ করেন। প্রতিদিনের ন্যায় সকালে তারা কাজ করতে যায়। এসময় স্থানীয় আশরাফ ও শামীম হাওলাদার তাদের ১৪ নম্বর প্যাকেজে ডেকে নেন। পরে মোবাইল চুরির অপবাদ দিয়ে তারা ওই দুই কিশোরকে মারধর করেন। একপর্যায়ে ১৪ নম্বর প্যাকেজের একটি কক্ষে আটকে তাদের হাত-পা বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: মোবাইল চুরি পটুয়াখালী কিশোর পুলিশ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।