হিলিতে আবারো বেড়েছে সয়াবিন তেলের দাম
দিনাজপুর থেকে | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২, ০৬:০৭
হিলিতে আবারো হঠাৎ করে বেড়েছে সয়াবিন তেলের দাম। ৪ দিনের ব্যবধানে খোলা তেল কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮৫ টাকা কেজি দরে ও লিটারে ২১ টাকা বেড়ে প্রতি লিটার বোতল জাত তেল বিক্রি হচ্ছে ১৬৬ টাকা দরে। রমজানে মধ্যে দিয়ে এসে হঠাৎ করে তেলের দাম আবারো বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা।
বুধবার (২০ এপ্রিল) দুপুরে হিলি বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিটি পাইকারী ও মুদি দোকানে তেলের সরবরাহ থাকলে বেশি দামে বিক্রি হচ্ছে তেল। চার দিন আগেও হিলি বাজারে খোলা তেল কেজিতে ১৬০/১৬৫/১৭০ টাকা কেজি দরে বিক্রি হলেও সরবরাহ কমের অযুহাতে এখন প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৮৫ টাকা কেজিতে অন্যদিকে ১৪৪/১৪৫ টাকা প্রতি লিটার বোতল জাত তেল বিক্রি হলেও আজ তা বিক্রি হচ্ছে ১৬৬ টাকা লিটার দরে।
হিলি বাজারে সয়াবিন তেল ক্রেতা তৌহিদ ইসলাম বলেন, হিলি বাজারে হঠাৎ করে তেলের দাম আবারো বেড়েছে এতে আমাদের সমস্যায় পড়তে হচ্ছে। কারণ তেল আমাদের সংসারের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস। হঠাৎ করে ১৬০ টাকা কেজির তেল ১৮৫ টাকা দিয়ে কিনতে হচছে। দাম বাড়ছে কিন্তু আমাদের আয় বাড়ছে না এতে করে পরিবার নিয়ে আমাদের বিপাকে পড়তে হচ্ছে।
আব্দুর রহমান নামের আরো একজন ক্রেতা বলেন,সয়াবিন তেল কিনতে আসলাম এসে শুনি দাম বেশি। ১ কেজি তেলের জায়গায় এখন আমাকে কম নিয়ে যেতে হবে। কিছু দিন বাজার স্বাভাবিক ছিলো আবারো নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে সরকারের কাছে দাবি দাম যেনো কমানো হয়।
হিলি বাজারের পাইকারী মুদি দোকানি অলোক অধিকারী বলেন,আমরা বাজারে সয়াবিন তেল কিছুদিন থেকে কম দামে বিক্রি করে আসতেছি কিন্তু হঠাৎ করে কোম্পানিগুলো সরবরাহ কমে দিয়েছে এবং তারা দাম বেশি নিচ্ছে যে কারনে আবারো তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা বেশি দামে কিনেছি বাজারে তার থেকে দুই এক টাকা লাভে বিক্রি করতেছি।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর এ আলম বলেন, বাজারে কোন অসাধু ব্যবসায়ী পণ্য মজুদ করে যাতে দাম বাড়াতে না পারে সেদিকে আমরা সার্বক্ষণিক নজর রাখছি। যেহেতু আপনার মাধ্যমে জানালম বাজারে সয়াবিন তেলের দাম বাড়ছে সেটা কেনো বাড়লো আমরা বাজার মনিটরিং এর মাধ্যমে বিষয়টি দেখবো।
তিনি আরো বলেন,সিন্ডিকেট করে বাজারে কেউ তেলের দাম বাড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: সয়াবিন তেল হিলি রমজান দিনাজপুর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।