শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

কালবৈশাখী ঝড়ে প্রাণ গেলো শ্বশুর-পুত্রবধূর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২, ১১:১৫

কালবৈশাখী ঝড়ে প্রাণ গেলো শ্বশুর-পুত্রবধূর

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। ঝড়ে ঘর চাপায় শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার আলিমাবাদ ইউনিয়নের গাগু‌রিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদ বেপারী বলেন, ‘রুস্তম আলী পরিবার নিয়ে শ্রীপুরের মিয়ারচর এলাকায় থাকতেন। নদী ভাঙনের কবলে পরে সে পরিবার নিয়ে গাগু‌রিয়া গ্রামে নতুন করে ঘর তুলে বসবাস শুরু করেন। বিকেলে হঠাৎ করে ঝড় শুরু হলে ওই গ্রামের ১৫ থেকে ২০টি ঘর বিধ্বস্ত হয়। নিজ ঘরের নিচে চাপা পড়েন রুস্তম ও তার পুত্রবধূ জয়নব। স্থানীয়রা তাদের উদ্ধার করে হুমায়ূন কবির নামে এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে সে দুজনকে মৃত ঘোষণা করেন।’

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top