কৃমিনাশক ওষুধে প্রতিবন্ধীর ৯ ভেড়ার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২২, ০৩:৫৪
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চিকিৎসকের দেওয়া মেয়াদোত্তীর্ণ কৃমিনাশক ওষুধ খেয়ে এক শারীরিক প্রতিবন্ধীর ৯টি ভেড়ার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে ওই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম হুমায়ুন কবীর। তিনি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আবু বক্করের ছেলে।
হুমায়ুন কবীর জানান, দীর্ঘদিন ধরে ভেড়া পালন করি। আমার ৩০টি ভেড়া ছিল। এরমধ্যে কিছু ভেড়া অসুস্থ হয়ে পড়ে। বুধবার সকালে পরামর্শ নিতে আলমডাঙ্গা ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউটের চিকিৎসক মামুন আলী খানের কাছে যাই। তিনি এভিনেক্স পাউডার দেন। ওই পাউডার ৩ ভাগের দুই ভাগ বাদ দিয়ে এক ভাগ অসুস্থ ভেড়াকে খালি পেটে খাওয়াতে বলেন। সকালে পাউডারটি খাওয়ানোর সঙ্গে সঙ্গে ছটফট করে ৯টি ভেড়ার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনার পর আমি স্থানীয়দের ওষুধটি দেখাই। তারা ওষুধটির মেয়াদ নেই বলে জানান। আমি এর যথাযথ ক্ষতিপূরণ চাই।
মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ার বিষয়টি স্বীকার করে আলমডাঙ্গা ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউটের চিকিৎসক (এসএএলও) মাসুদ আলী জানান, এভিনেক্স পাউডারটি রেনেটা কোম্পানির। এটি কৃমিনাশক পাউডার। তবে দেওয়ার সময় খেয়াল করিনি যে মেয়াদ শেষ হয়ে গেছে। গত ২০২১ সাল পর্যন্ত ওই ওষুধের মেয়াদ ছিল।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।