নরসিংদীতে টেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে
নরসিংদী থেকে | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২২, ০৭:০৯
নরসিংদীতে একটি টেক্সটাইল মিলের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে পৌর শহরের ব্রাহ্মন্দী মহল্লায় জবা টেক্সটাইল মিলের গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক কী কারণে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে জবা টেক্সটাইল মিলের পেছনের অংশে হঠাৎ ধোঁয়া দেখতে পায় এলাকাবাসী।
মুহূর্তেই সেই ধোঁয়া বেড়ে যায়, আগুন ছড়ায় জবা টেক্সটাইল মিলের গুদামে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নরসিংদীর ৪টি ও মধাবদীর ১ ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।