• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


লক্ষ্মীপুরে চাচা হত্যায় ভাতিজার যাবজ্জীবন কারাদন্ড

লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২২, ০৭:৪২

লক্ষ্মীপুরে চাচা হত্যায় ভাতিজার যাবজ্জীবন কারাদন্ড

লক্ষ্মীপুরে পূর্ব বিরোধের জেরে চাচা হারুনুর রশিদকে ছুরিকাঘাতে হত্যার দায়ে আরিফ হোসেন রুবেল নামে তার ভাতিজাকে যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তার ১০ হাজার টাকা অর্থদ-ও দেন আদালত।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। দন্ডপ্রাপ্ত রুবেল সদরের দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আবু জাফরের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি তারিখে লক্ষ্মীপুর সদরের দত্তপাড়া এলাকার শ্রীরামপুর গ্রামে ঘরে ঢুকে চাচা হারুনুর রশিদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে তার পেটের নাড়ি-ভুড়ি বের হয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালী এশিয়ান হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী সুইটি আক্তার বাদী হয়ে রুবেলের বিরুদ্ধে চন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে মামলার প্রায় সাড়ে তিন বছর পর আজ এ রায় দেন। এদিকে সাজাপ্রাপ্ত আসামী রায়ের সময়ে আদালতে উপস্থিত ছিল না। জামিনে বের হয়ে পলাতক রয়েছে বলে জানা যায়।

লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশুলী (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top