অ্যাম্বুলেন্সে মাদক পাচার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২, ০৪:১২

অ্যাম্বুলেন্সে মাদক পাচার

কুমিল্লার বুড়িচংয়ে অ্যাম্বুলেন্সে মাদক পাচারের সময় তিন কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় ৫০ কেজি গাঁজা, ১৫০ বোতল ফেনসিডিল ও অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।

রোববার (২৪ মার্চ) দুপুরে র‍্যাব-১১ এর কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়ার উপজেলার দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মো. কাউছার (২৫), খাগড়াছড়ির রামগড় উপজেলার রামগড় জগনাথপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. রাসেল (২২) এবং গাইবান্ধার বুজরুক জামাল পুর থানার সাদুল্য গ্রামের মো. তাহাদুল ইসলামের ছেলে মো. নাজমুল হুদা লিয়ন (২৬)।

মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি অভিযানিক দল রোববার ভোরে বুড়িচং উপজেলার শংকচাইল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স তল্লাশি করা হয়। এক পর্যায়ে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ৫০ কেজি গাঁজা ও ১৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে কাউছার, রাসেল ও নাজমুল হুদা লিয়নকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্সে কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গায় গাঁজাসহ অন্য মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top