ঈদের আগে-পরে ১০ দিন পণ্যবাহী যানবাহন পারাপার বন্ধ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২, ২০:২৯
ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ঈদের আগে ও পরে ৫ দিন করে মোট ১০ দিন সাধারণ পণ্যবাহী যানবাহন পারাপার বন্ধ থাকবে বলে জানিয়েছেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিইটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ।
রবিবার (২৪ এপ্রিল) দুপুরে শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট সংলগ্ন পদ্মা রিভার ভিউ হোটেলে জেলা প্রশাসনের 'নিরাপদে যাত্রী পরিবহন শীর্ষক' মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, বাড়তি যাত্রী ও যানবাহনের চাপ সামলাতে সরকার ঈদের আগে ও পরে ৫ দিন করে মোট ১০ দিন সাধারণ পণ্যবাহী যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এ সময়ে শুধুমাত্র যাত্রী ও জরুরি পণ্যবাহী যান চলাচল করবে।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: পাটুরিয়া পাটুরিয়া-দৌলতদিয়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।