• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


রাজকুমারীর আগমন, সুন্দরবনে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২, ২২:০৮

রাজকুমারীর আগমন, সুন্দরবনে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ

ডেনমার্কের রাজকুমারীর আগমন উপলক্ষে দুই দিন সুন্দরবনে পর্যটক প্রবেশ নিষিদ্ধ করেছে বনবিভাগ

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত দেখতে একদিনের সফরে সাতক্ষীরার শ্যামনগরে যাচ্ছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। রাজকুমারীর সফর নির্বিঘ্ন করতে ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে স্থানীয় প্রশাসন। আর এ জন্য মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল থেকে বুধবার (২৭ এপ্রিল) পযর্ন্ত সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে বনবিভাগ। 

পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম. এ হাসান বলেন, ‘সফরসূচি অনুযায়ী ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন বুধবার সুন্দরবন ভ্রমণ করবেন। একই সঙ্গে তিনি বনবিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। তাই রাজকুমারীর সার্বিক নিরপত্তার বিষয়টি মাথায় রেখে ২৬-২৭ এপ্রিল সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ভ্রমণের পাস বন্ধ রাখা হয়েছে। এ সময়ের মধ্যে কোনো বনজীবীও সুন্দরবনে প্রবেশ করতে পারবে না।’ 

জেলা তথ্য অফিস জানায়, রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন ২৭ এপ্রিল সকাল সাড়ে ৯টায় হেলিকপ্টারে শ্যামনগরের টাইগার পয়েন্টে অবতরণ করবেন। এরপর তাকে গাড়িতে করে উপজেলার কুলতী গ্রামে নিয়ে যাওয়া হবে। সে সময় তিনি জলবায়ু ঝুঁকিতে থাকা এলাকাটি ঘুরে দেখবেন এবং সেখানে বসবাসকারীদের সঙ্গে কথা বলবেন। পরে রাজকুমারী সুন্দরবন ভ্রমণ এবং বনবিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top