ব্যাংক এশিয়ার বুথ ভাঙার চেষ্টাকালে যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া থেকে | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২, ২৩:৪৩

ব্যাংক এশিয়ার বুথ ভাঙার চেষ্টাকালে যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ায় টাকা লুটের জন্য ব্যাংক এশিয়ার এটিএম বুথের মেশিন ভাঙার চেষ্টাকালে আশরাফ ইসলাম নামে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত ৮টার দিকে ব্যাংক এশিয়া লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া শাখা সংলগ্ন এটিএম বুথে এ ঘটনা ঘটে।

আটক আশরাফ জেলা শহরের নয়পুর এলাকার আবুল ফয়েজ মিয়ার ছেলে। তিনি ওষুধের ব্যবসা করেন বলে পুলিশকে জানিয়েছেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফ জানান, তার দুই লাখ টাকা দেনা আছে। সেই দেনা শোধের কোনো উপায় না পেয়ে এটিএম বুথের মেশিন ভেঙে টাকা লুটের পরিকল্পনা করেন। ঘটনাস্থল থেকে শাবল, ছুরি ও লোহার পেরেক উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে ক্যাপ ও মাস্ক পরে শহরের কোর্টরোডস্থ ব্যাংক এশিয়ার শাখা সংলগ্ন বুথে ঢুকেন আশরাফ। বুথে কর্তব্যরত নিরাপত্তারক্ষী সাইফ লেনদেনের জন্য ক্যাপ ও মাস্ক খুলতে বলেন। এ সময় আশরাফ তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ছুরি বের করে সাইফের গলায় ধরে তাকে বাধার চেষ্টা করেন। পরে আরেক নিরাপত্তারক্ষী লিটন ঘটনা টের পেয়ে বুথের ভেতরে ঢুকে সাইফকে উদ্ধার করেন। এরপর আশরাফকে তারা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top